পাবনায় মহান বিজয় দিবসে আ.লীগের বিশাল আনন্দ র্যালী ও সমাবেশ
জিয়াউল হক রিপন : পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল আনন্দ র্যালী ও সমাবেশ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এটি ছিলো সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগের সবচেয়ে বৃহত্তম র্যালী।
আজ রোববার সকাল সাড়ে এগারোটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্বে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারমান মোশারফ হোসেন প্রমূখ।
সভায় মহান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এক কাতানে শামিল থাকার আহবান জানানো হয়।
Spread the love