পাবনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মিজান তানজিল, পাবনা : পাবনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহরের দোয়েল সেন্টারে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান,পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান,স্থানীয় সরকারের উপপরিচালক সালমা খাতুন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শাফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রুহুল আমিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান,বাংলাদেশ শিশু একাডেমির জেলা কর্মকর্তা মতিয়ুর রহমান সহ জেলা সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,ও অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।