পাবনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পাবনা প্রতিনিধি: পাবনায় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে সরকারী ,বে-সরকারী প্রতিষ্ঠান , বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন।
ভোরে সুর্যদয়ের সাথে সাথে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পাবনা প্রেসক্লাব,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা দুর্জয় পাবনার পাদদেশে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়াও দিবসটি উপলক্ষে শহীদ এ্যাড: আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচ কাওয়াজ ও ডিসপ্লে। এতে অংশ নেন পুলিশ বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
Spread the love