পাবনায় মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠাক
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাবনার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক আফরোজা আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন,দাপুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আম্বিয়া খাতুন শিমু,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খাতুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানে পিছে পরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
Spread the love