পাবনায় মহিলা শ্রমিক লীগের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনা দোগাছী ইউনিয়ন মহিলা শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরের টায় টার্মিনাল সংলগ্ন মন্দিরপুর মহল্লায় লীগের নেত্রী তুরানী বেগম সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি বলেন মহিলা শ্রমিক লীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং নারী ক্ষমাতয়নের মধ্যে দেশকে আরো সু-সংঘীত করে গড়ে তুলতে হবে ও নারী শ্রমের সঠিক মুল্যায়নসহ সমান অধিকার দিতে হবে তা হলেয় শেখ হাসিনার সোনার বাংলা গড়া সম্ভাব হবে ।
আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পাবনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর নাহার রেখা, পাবনা জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ভিপি মাসুদ, জাতীয় শ্রমিক লীগের পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফুরকান আলী, জাতীয় শ্রমিক লীগ নেতা আব্দুল হান্নান মুনসি পাবনা মহিলা লীগের নেত্রী চামেরী বেগম, ফাহিমা আক্তার, হেলেনা বেগম প্রমুখ।