পাবনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
পিপ (পাবনা) : “মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম-বাঁচাই-জীবন” এ প্রতিপাদ্যে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে পাবনায়। গতকাল শনিবার সকাল ১১টায় এ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো: মোসলেম উদ্দিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো: শাহ্াজালাল খান সহ অন্যরা। মাদককে না বলি, আমরা সবাই মাদকমুক্ত থাকি, মাদকের বিরদ্ধে সোচ্চার হই, ভবিষ্যত প্রজন্ম ও যুব সমাজকে মাদকাসক্তির প্রভাব থেকে রক্ষা করি। পাবনা সহ সারা দেশে মাদক ব্যবসা নির্মুল করা এবং বিভিন্ন পাড়া মহল্লা থেকে মাদক উচ্ছেদ করে তরুন সমাজকে রক্ষার দাবী জানান বক্তারা। আলোচনা সভা শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা ও “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ভিত্তিক বই পড়া প্রতিযোগিতায় চারটি বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Spread the love