পাবনায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : “মাদককে রুখবো, বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় পালিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পাবনার আয়োজনে জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।
পরে সবার উপস্থিতিতে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের রশিদ হলে এসে শেষ হয়। র্যালী শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পাবনার উপ পরিচালক পারভীন আক্তার অন্যান্য ব্যক্তিবর্গ।