পাবনায় মাসব্যাপী বইমেলা ও সাতদিনব্যাপী পুস্তক প্রদর্শনী উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় শুরু হলো মাসব্যাপী বইমেলা ও সাতদিনব্যাপী পুস্তক প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন, ঢাকা আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সাবেক উপাচার্য গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ।
উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণরত সকল স্টল পরিদর্শন করেন অতিথিরা। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় প্রতিদিন মেলা চলবে সকাল ১১টা হতে রাত ১০টা পর্যন্ত। এবারের মেলায় ৩২টি বই এর স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।