পাবনায় মুক্তিযোদ্ধার নামে ৬টি সড়কের নামকরন
নিজস্ব প্রতিবেদক : মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ পাবনায় আরো ৬জন মুক্তিযোদ্ধার নামে ৬টি সড়কের নামকরন করেছে পাবনা পৌরসভা।
সকালে বীর মুক্তিযোদ্ধা শিলু মানিক সড়কের উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব। পরে পর্যায়ক্রমে পৃথক অনুষ্ঠানিকতায় উদ্বোধন করা হয় বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন সড়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান নতা সড়ক, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন সন্টু সড়ক, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সুটকা সড়ক ও বীর মুক্তিযোদ্ধা নিলমনি ঘোষ সড়ক। প্রতিটি সড়কের উদ্বোধন করেন সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের স্বজনেরা।এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক হাজী শরীফ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।