পাবনায় যারা পেলেন ধানের শীষ
ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়ার কার্যক্রম শুরু হয় সোমবার (২৬ নভেম্বর) বিকেলে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্র দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দ্বিতীয়দিনের মতো দলীয় মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। মনোনয়নের চিঠি বিতরণ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঘিরে মনোনয়নপ্রত্যাশী ও তাদের নেতা-কর্মী-সমর্থকদের ভিড় দেখা যায়।
দলীয় মনোনয়ন তালিকায় এখন পর্যন্ত পাবনার ৫টি আসনে বিএনপির মনোনয়নের চিঠি যাদের দেয়া হয়েছে তারা হলেন- পাবনা-২ আসনে এ কে এম সেলিম রেজা হাবিব ও কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা-৩ আসনে কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব ও সিরাজুল ইসলাম সরদার, পাবনা- ৫ আসনে শামসুর রহমান শিমুল বিশ্বাস।
পাবনা-০১ আসনে এখন পর্যন্ত ধানের শীষের প্রার্থী হিসেবে কারো নাম জানা যায়নি বা কাউকে চিঠি দেয়া হয়নি। ধারণা করা হচ্ছে সদ্য ঐক্যফ্রন্টে যোগ দেয়া আধ্যাপক আবু সাইয়িদ কে ধানের শীষ প্রতিক দেয়া হতে পারে।
এদিকে, এক আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়ার কারণ সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, সারা দেশে বিএনপির অনেক নেতার নামে মামলা আছে। অনেকে ‘মিথ্যা’ মামলায় পালিয়ে বেড়াচ্ছেন। এ কারণে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর নাম রাখা হয়েছে। একজন বাদ পড়লে যেন ওই আসনে দ্বিতীয়জন কিংবা তৃতীয়জন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রতীক বরাদ্দের চিঠি দেওয়ার আগ পর্যন্ত চূড়ান্তভাবে দলীয় প্রার্থীদের নাম জানানো হবে না। চিঠি পাঠিয়ে তারপর তালিকা প্রকাশ করা হবে।
সে হিসেবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, পাবনায় আসলে কে হবেন ধানের শীষের প্রার্থী। এজন্য প্রতিক বরাদ্দ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে নেতাকর্মী ও সমর্থকদের।
তবে পাবনা-৫ আসনে শামসুর রহমান শিমুল বিশ্বাস এর মনোনয়ন চূড়ান্ত বলা যায়। কারণ এ আসনে বিএনপির দ্বিতীয় কোনো প্রার্থী নেই।