পাবনায় যৌন হয়রানী ও বাল্য বিয়ে প্রতিরোধে সভা
নিজস্ব প্রতিবেদক : পাবনায় যৌন হয়রানী, বাল্য বিয়ে ও সাইবার বুলিং নির্মূল করণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ লাইনস্ স্কুলের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ লাইনস্ স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাবুল আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির।
অন্যান্য‘র মধ্যে বক্তব্য দেন পিটিআই‘র ইন্সট্রাকক্টর ও কমিউনিট ওয়াচ গ্রুপ সদস্য চৌধুরী মোঃ মাহবুব আলম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন জেলা ব্যবস্থাপক মি. লুইস গোমেজ, ব্র্যাক জেলা প্রতিনিধি আলমাসুর রহমান, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার সাংবাদিক শফিক আল কামাল, অভিভাবক ও কমিউনিটি ওয়াচ গ্রুপ সদস্য মোঃ মিজানুর রহমান, শিক্ষার্থী মেঘলা, ইরফান প্রমুখ।
বক্তারা নিজ নিজ অবস্থান থেকে পাবনার সর্বত্র নারী ও শিশু নির্যাতন হার কমিয়ে আনা এবং প্রতিকারে বিশেষ ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।