পাবনায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে মানববন্ধন
পাবনা প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ও হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদে পাবনায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টার দিকে শহরের পাথরতলাস্থ রামকৃষ্ণ সেবাশ্রমের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আশ্রমের সভাপতি অসিত কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র, রামকৃষ্ণ সেবাশ্রমের যুগ্ন সাধারন সম্পাদক প্রদীপ সাহা প্রমূখ।
এসময়ে বক্তারা এধরনের ঘটনা সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
Spread the love