পাবনায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স
মিজান তানজিল : পাবনা সদর উপজেলায় প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় -সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
রবিবার দুপুরে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর বড় মসজিদ হতে হেমায়েতপুর রাস্তা এবং দোগাছি ইউনিয়নের দ্বীপচর ওয়াবদা বাঁধ হতে কালাম মেম্বারের বাড়ির এ দুটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,অর্থ সম্পাদক হীরক হোসেন ,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, হিমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম মধু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ খানসহ দুটি ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।