পাবনায় রুচি ২য় বিভাগ ফুটবল লীগ শুরু

পাবনা প্রতিনিধি: দীর্ঘ তিন বছর পরে পাবনায় মাঠে গড়ালো রুচি ২য় বিভাগ ফুটবল লীগ। সোমবার (১৭ জুলাই) বিকেলে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ফুটবল লীগ উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল হক মানিক, সহ-সভাপতি এস মোস্তকিম সবুজ, সদস্য রেজাউল হোসেন বাদশা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার আবু তাহের সহ অনেকে উপস্থিত ছিলেন।

উেেদ্বাধনী খেলায় পাবনা সদরের পাইরেটস এফসি ক্লাব ৪-০ গোলে ঈশ্বরদী ফুটবল একাডেমীকে পরাজিত করে শুভ সুচনা করে।

এবারের ফুটবল লীগে পাবনা সদর উপজেলাসহ অন্যান্য উপজেলা থেকে ২৯টি ফুটবল ক্লাব অংশগ্রহণ করছে। ৮টি গ্রুপে মোট ৫৪টি খেলা অনুষ্ঠত হবে।

পাবনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই ফুটবল লীগের পৃষ্টপোষকতা করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফুড আ্যাড বেভারেজ লিমিটেড।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!