পাবনায় র্যাবের অভিযানে বিদেশী রিভালবার ও গুলিসহ আটক-১
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের মুকন্দপুর পশ্চিমপাড়া এলাকায় র্যাব-১২ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিদেশী রিভালবার ও গুলিসহ একজনকে আটক করেছে।
আটককৃত শাহজাহান আলী প্রামানিক (৪৮) সদর উপজেলার দোগাছী ইউনিয়নের মুকন্দপুর পশ্চিমপাড়া এলাকার গোলাপ প্রামানিকের ছেলে।
র্যাব-১২ টাঙ্গাইল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে র্যাব-১২ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত শাহজাহান আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় দুটি বিদেশী রিভালবার, ১০ রাউন্ড গুলিসহ শাহজাহান আলীকে আটক করে। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।
Spread the love