পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ আটক-৩

পিপ (পাবনা) : র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনা শহরের দক্ষিণ আটুয়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নীয় অস্ত্র,গুলি,হাতবোমা ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। আটককৃত সোয়াদ আলম আপেল (৩৩) আটুয়া দক্ষিণপাড়ার মনোয়ারুল ওরফে বাবুর ছেলে, পশ্চিম সাধুপাড়ার মোস্তফার ছেলে সুমন (৩১) ও একই এলাকার আব্দুস সামাদ ওরফে মকসেদের ছেলে রফিক (৩১)।

পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ঈদ কে সামনে রেখে একদল সন্ত্রাসী গতকাল শনিবার সকালে অবৈধ অস্ত্র, গুলিসহ ডাকাতির উদ্দেশ্যে পাবনা পৌর এলাকার আটুয়া দক্ষিণপাড়ায় অবস্থান করছে। এমন সংবাদের ভিািত্ততে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময় ওই তিনজনকে আটক করে।

র‌্যাব সদস্যরা এ সময় আটককৃতদের কাছ থেকে ২ টি বিদেশী রিভলবার, ২ টি ওয়ান শুটারগান, ৭ টি হাত বোমা, ৫ রাউন্ড রিভালবারের গুলি, ৫টি কার্তুজ ও এক টি ধারালো অস্ত্র উদ্ধার করে।

র‌্যাবের দাবী, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ সংঘটিত করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পাবনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!