পাবনায় র্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাবনা ব্যাব-১২। গত রাতে (১৯ ফেব্রুয়ারি) সদর উপজেলার জালালপুর বাজারে একটি ট্রাক থেকে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মৃত কোরবান আলীর ছেলে আবু তালেব (৪৫) ও লালমোনিরহাট জেলার সদর থানার দুরাকুটি এলাকার হোসেন আলীর ছেলে তোজ্জাম্মেল হক (৩৫)। র্যাব এসময় একটি ট্রাকও আটক করে।
পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গত রাতে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জালালপুর বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। এসময় একটি ট্রাকে তামিয়ে তল্লাশী চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে ট্রাকের চালক তোজাম্মেল হক ও আবু তালেব কে আটক করে।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা চিহিৃত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে