পাবনায় র্যাবের অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে ১ লাখ ৮৬ হাজার ৫০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি সহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বুধবার (০৩ মে) দিবাগত রাত তিনটার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি হলেন, পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দেবীপুর তেবাড়িয়া গ্রামের আবুল বাশারের ছেলে রাজীব হোসেন (২৬)।
বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আতাইকুলা থানার লক্ষীপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানে ১ লাখ ৮৬ হাজার ৫০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, ৯৫ হাজার ৪৬০টি নকল ব্যান্ডরোল, দুটি মোবাইল ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় আটক করা হয় বিড়ি ব্যবসায়ী রাজীবকে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজীব জানান, তিনি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন।
এ ঘটনায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আটক রাজীবকে আতাইকুলা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিকেল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নকল বিড়ি সহ র্যাব কাউকে আমাদের কাছে হস্তান্তর করেনি। করলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।