পাবনায় র্যাব-১২ শোভাযাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পাবনায় জাতীয় সংসদ নির্বাচনী তফসীল ঘোষনা উপলক্ষ্যে পাবনা র্যাব-১২ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টার সময় পাবনা সাকির্ট হাউস হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের জজ কোট, পুলিশ লাইন মাঠ, অনন্ত বাজার, মুজাহিদ ক্লাব, বাস ট্রারর্মিলান, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মেরিল বাইপাস সড়ক প্রদক্ষিন করে এডাওয়ার্ড কলেজ মাঠে শেষ হয়।
শোভাযাত্রায় পাবনা র্যাব -১২ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান, পিএসসি শোভাযাত্রাটি নেতৃত্ব দেন।
Spread the love