পাবনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী পালন 

প্রেস বিজ্ঞপ্তি : কোরআন খানী,আলোচনা সভা ও দোয়া-মাহফিল সহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৩৯তম শাহাদাত বার্ষিকী পালন করেছে পাবনা জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন।গতকাল শনিবার সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।তার পরে শুরু হয় কোরআন খানী।

বেলা ১১টায় পাবনা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টুর সভাপত্বিতে, বক্তব্য রাখেন,পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব,জেলা বিএনপির সাবেক যুগ্-সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগা,আনিসুল হক বাবু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুব দলের সভাপতি মোসাব্বির হোসেন সন্জু, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা, যুবদলের মামমুনর রহমান লালন, শাহিন শেখ, আশরাফুল ইসলাম উজ্জল, রবিউল আলম মোশাফ, ফারুক হোসেন সুজন, কনক খান,ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কমল শেখ টিটু, ছাত্রদলের শেখ নাইম,মাহবুবল তরুন,আলমগীর আকাশ, জাহিদ হাসান রাব্বি, ফরিয়াদ, নিলয় খান।

এছাড়াও বিএনপির সিনিয়র নেতারা,পাবনা সদর উপজেলা বিএনপি,পাবনা সদর পৌর বিএনপি,জেলা যুবদল,জেলা ছাত্রদল.জেলা মহিলা দল.জেলা ম্যসজীবি দল, জেলা স্বেচ্ছাসেবক দল, বিজ্ঞান প্রযুক্তি ছাত্রদল,এডওয়ার্ড কলেজ ছাত্রদল ও পাবনা সদর উপজেলা ও পৌর যুবদল,ছাত্রদল,স্বেচ্ছসেবক দল সহ বিভিন্ন স্বতরের নেতাকর্মিরা ।বক্তারা বলেন, দেশের জনগণ এখন ঐক্যবদ্ব।

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে শপথ নিচ্ছি যে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নেতৃত্বে ও তারুণ্যর অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল পরিচালনায় অবৈধ সরকারের কাছে থেকে দেশকে মুক্ত করে এদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!