পাবনায় শিশুকে ধর্ষনের অভিযোগ : অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে প্রতিবেশি চাচা কর্তৃক এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত চাচা আব্দুল কুদ্দুস (৫২) কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত আব্দুল কৃদ্দুস মোল্লা রহিমপুর গ্রামের মৃতঃ টাফু মোল্লার ছেলে। গত রোববার পাবনা জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
ঘটনার শিকার শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, গত শনিবার ঘটনার দিন সকালে শিশুটির (১২) বাড়িতে কেউ ছিলনা। এই সুযোগে প্রতিবেশি চাচা আব্দুল কুদ্দস (৫০) শিশুটিকে একা পেয়ে ধর্ষন করে।
এ ঘটনায় শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইয়দুল হকের নেতৃত্বে এসআই মহায়মেনুলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গয়েশপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দসকে গ্রেফতার করে।
Spread the love