পাবনায় শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্ণামেন্ট উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে পাবনা জেলা শাখা কৃষক লীগের আয়োজনে শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্ণামেন্ট ২০২০ খেলার শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে এডওয়ার্ড কলেজ মাঠে শুভ উদ্ধোধন করেন পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি ।
পাবনা জেলা শাখার কৃষক লীগের সভাপতি আলহাজ¦ মোঃ শহীদুর রহমান শহীদ এর সভাপতিত্বে ও জেলা শাখার কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর আলম তৌফিকের সঞ্চনালয় এসময় উপস্থিত ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হুমায়ন কবির মজুমদার, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহজ¦ মোঃ মোশারোফ হোসেন, পাবনা সদর পৌর শাখা উপজেলা আওয়ামী লিগের সভাপতি এ্যডা. তসলিম হাসান সুমন প্রমুখ ।
খেলায় মোট ১৪ টি দল অংশ গ্রহণ এর মাধ্যামে প্রথম দিনের উদ্ধোধনীয় মেছ খেলেন শহিন স্পের্টস ক্লাব বনাম রেড সান স্পের্টিং ক্লাব।
খেলার সার্বিক সহযোগিতা করবেন পাবনা এডওয়ার্ড কলেজ জেলা শাখা ছাত্রলীগ ও তত্ত্বাবধনে জেলা ক্রীড়া সংস্থা এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম ।