পাবনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও শ্রী বিজয় ভূষন রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম প্রমখ
শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দির থেকেও রথযাত্রা পালন করা হয়। শিশু-কিশোরসহ হিন্দু ধর্মাবলম্বী সব বয়সের মানুষ এতে অংশ নেন। ব্যাপক পুলিশী প্রহরায় নেচে গেয়ে এই উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
Spread the love