পাবনায় সচেতনতামূলক র্যালী, লিফলেট ও মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, পাবনা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় বিএনসিসির উদ্যোগে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী এবং লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে এডওয়ার্ড কলেজে ব্যালুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার। এরপরে কলেজ চত্বর থেকে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়কসমূহ প্রদক্ষিন করে। এসময় স্থানীয় জনসাধারনের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
র্যালী শুরুর আগে আলোচনা সভায় অংশ নেন বিএনসিসির মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লে.কর্ণেল ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আহসান হাবিব। সভায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।