পাবনায় সমাবায় মার্কেটে জেন্টস পারলার উদ্বোবন

পিপ (পাবনা) : পাবনা শহরের সমাবায় মার্কেটের প্রথমতলায় একটি অত্যাধুনিক মান সম্পন্ন ‘পাবনা জেন্টস পারলার’ কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারান সম্পাদক এবিএম ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই পারলারের উদ্বোবন করেন।

পাবনা সমাবায় মার্কেট দোকান মালিক সমিতি কমিটির সভাপতি বিশিষ্ট রাজনৈতিক নেতা মোজাম্মেল হক কবির, হেডে ক্রিয়েটিভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খালেদ হোসেন পরাগ, দিলালপুর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা মো: মিজানুর রহমান, রোটারী ক্লাব অব পাবনার ডিরেক্টর রোটা: জিয়াউর রহমান জিউ, পাবনা জেন্টস পারলার এর মালিক আশিকুর রহমান ছাব্বির ও মেহেদী হাসান নিয়ন। সমগ্র অনুষ্ঠান উপস্থপনা করেন দৈনিক পাবনার চেতনার প্রকাশক ও সম্পাদক এস এম আদনান উদ্দিন। পরে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে মোনাজাত করেন দিলালপুর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা মো: মিজানুর রহমান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!