পাবনায় সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন
পিপ (পাবনা) : পাবনায় করোনাকালীন পরিস্থিতে সম্মুখ সারিরযোদ্ধা সংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি, স্কয়ার গ্রুপের পরিচালক ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোকলেছুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান। পাবনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী সর্তুজা বিশ্বাস সনি, পাবনা মটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহাবায়ক শিবলী সাদিকসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানে ৪৩ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে চার লক্ষ ৩০ হাজার অনুদানের চেক দেয়া হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, আরও যারা প্রধানমন্ত্রীর উপর পেতে আগ্রহী তাদের কে সহায়তার পদক্ষেপ নেওয়া হবে। তিনি বিএফইউজে, পিআইবি কর্মকর্তাসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাবনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ ভাবে ধন্যবাদ প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে পাবনা প্রেসক্লাবের প্রবীণ সদস্য শফিউর রহমান খানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শফিউর রহমান খানসহ প্রয়াত সকল সাংবাদিদেও প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।