পাবনায় সাবেক প্রধানমন্ত্রী এম মনসুর আলী’র জন্ম বার্ষিকীতে স্মরণসভা
রফিকুল ইসলাম সুইট : পাবনায় নানা আয়োজনে পালিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্ম বার্ষিকী। বৃহস্পতিবার পাবনা শহীদ এম মনসুর আলী কলেজে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ১০৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়।
কলেজ সুত্রে জানা যায়-জাতীয় নেতা বঙ্গবন্ধু ঘনিষ্ট সহযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পাবনা শহীদ এম মনসুর আলী কলেজ কতৃপক্ষ সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, ক্যাম্পাস ও প্রধান সড়কে আনন্দ র্যালী, কলেজ মিলনায়তনে কেক কাটা, স্মরণ সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী অনুষ্ঠিত হয়।
কলেজের গভনিং বডির সভাপতি পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল হাসান শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ খান, উৎযাপন কমিটির আহবায়ক শেখ আল মাহমুদ সবুজ, গভনিং বডির সদস্য ড. মো হাবিবুল্লাহ, শরিফুল হক পলাশ, শহীদুল্লাহ হোসেন, আশরাফ আলী, সাইফুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেন- জীবন দিয়ে দেশ প্রেমের দৃষ্ঠান্ত রেখে গেছেন শহীদ এম মনসুর আলী। ১৯৭৫ এর ১৫ আগষ্ঠের পর তাকে অনেক বড় পদ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল মনসুর আলী তা ঘৃণাভরে প্রত্যাখান করেছিলেন।
তিনি বলেছিলেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে তারা কখনও দেশের ভালো চায় না। আমি জীবন দেব তবু ঘাতকদের সাথে হাত মেলাব না। শেষ প্রর্যন্ত তিনি জীবন দিয়ে গেলেন। শহীদ এম মনসুর আলী’র আদর্শ অনুস্মরণ করে আমাদের পথ চলতে হবে।