পাবনায় সাড়ে তিন কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি : পাবনা সদরের হাজিরহাট বাজারে মঙ্গলবার দুপুরের দিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাজাসহ ফিরোজ মোল্লা (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সদর থানার আওরাঙ্গাবাদ এলাকাবার মৃত রশিদ মোল্লার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে হাজীরহাট বাজারে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে সাড়ে তিন কেজি গাজাসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাজা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল।
Spread the love