পাবনায় সিআইডির অভিযানে চাঞ্চল্যকর হুকুম খা হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার

পিপ (পাবনা) : পাবনায় সিআইডির অভিযানে পৃথক ঘটনায় হুকুম খাসহ দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৬ আসামীকে গ্রেফতার করা হয়। রোববার সিআইডির সহকারি পুলিশ সুপার ওয়ালীউল ইসলাম’র নির্দেশনায় সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এএসআই মো. হোসেন আলী ফোর্স দিনব্যাপী অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে পাবনা সদর উপজেলার ভাঁড়াড়া ইউনিয়নের খাঁপাড়া এলাকার হুকুম আলী খাঁ হত্যা মামলার (সদর থানা, মামলা নং-১০, তারিখ-০৬/০৬/২০২০) এজাহার ভুক্ত আসামী চাঁদ আলী খাঁ’র ছেলে আলাউদ্দিন (৪৮), গহের খাঁ’র ছেলে মফিজ (৪২), শরিয়তুল্লাহ সরদারের ছেলে হামিদুর (৩৫), মোজা সরদারের ছেলে সাইফুল সরদার (৩২) ও তকাহ খাঁ’র ছেলে আকমল (৪৫) আসামীদেরকে উপজেলার ভাঁড়াড়া ইউনিয়নের খয়ের বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। উভয়েই ভাঁরারা ইউনিয়রে খাঁপাড়া গ্রামের বাসিন্দা।

অপর ঘটনায় পাবনা সদর উপজেলার রাঘপুর মহল্লার সুজন আলী খাঁ’র ছেলে শাহ আলম ওরফে নুহু হত্যা মামলার (সদর থানা, মামলা নং-৬৮, তারিখ-২৪/০২/২০২০) এজাহার ভুক্ত আসামী, আকুব্বর আলী ওরফে আকু খাঁ (৪৫) কে আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে শহরের রাঘরপুর মহল্লার খিজির হোসেন খাঁর ছেলে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!