পাবনায় সেনাবাহিনীর টহল শুরু
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় টহল শুরু করেছে সেনাবাহিনী। রোববার রাতে পাবনায় এসে অস্থায়ী ক্যাম্পে অবস্থান নেয় সেনাবাহিনীর সদস্যরা।
রিটার্নিং অফিসার জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী জেলা ও উপজেলায় অবস্থান নিয়েছে। আজ সোমবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে তারা জেলা ও উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে টহল শুরু করেছে। ভোটের মাঠে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা কাজ করছে।
এর বাইরে গত ১৮ ডিসেম্বর থেকে পাবনায় ১৪ প্লাটুন বিজিব মোতায়েন রয়েছে। ইতিমধ্যে নাশকতা এড়াতে পুলিশ, বিজিবি ও র্যাব সমন্বয়ে যৌথ অভিযান চালানো হচ্ছে।
Spread the love