পাবনায় স্কুল ছাত্র অনি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবির মাহমুদ অনি (১৫) হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত করেছে।
আজ বেলা ১২ টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় নিহত শিক্ষার্থী অনির বড় ভাই আশিক মাহমুদ অভি সহ শিক্ষার্থরা বক্তব্যদেন।
বক্তারা হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার সহ তাদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানায়।
উল্লেখ্য, পাবনার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া গ্রামের রবিউল ইসলাম প্রাং এর ছেলে অনি গত ২৬ নভেম্বর বিকালে দুবলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। নিখোঁজের ১ দিন পরে তার বাবাা রবিউল ইসলাম প্রাং আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়রি করেন।
নিখোঁজের ৩দিন পর গত শুক্রবার দুবলিয়া পুলিশ ক্যাম্পের পাশে মাঠের একটি হলুদ ক্ষেতের মাটির নিচে মেলে স্কুল ছাত্র অনির মরদেহ।