পাবনায় স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায়উৎসব মুখর পরিবেশে স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে স্কয়ার কিন্ডার গার্টেন ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীর বৈচিত্রময় নান্দনিক নাচ, গান নাটিকাসহ নানা আয়োজন মুগ্ধ করে দর্শকদের।অনুষ্ঠানটি উপভোগ করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কয়ার গ্র“পের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীপিন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস(পুলিশ সুপারপদোন্নতি প্রাপ্ত), জেলা মোটর মালিক গ্র“পের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ার্যান তানভিরুল ইসলাম, স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক, স্কুলের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ ও অধ্যক্ষ খাতিব শাহনাজ সুলতানা।পরে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।