পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড দিয়েছেন আদালত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার ঈশ্বরদী থানার চররুপপুর গ্রামের লাবনী খাতুন নামের এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী সাজু বিশ্বাসকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার দুপুরে পাবনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ওয়ালিউল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মামলা সুত্রে জানা যায়, ২০০৭ সালের ২১ মে রাতে যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাজু তার স্ত্রী লাবনীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও পিঠে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর লাবনীর বাবা মন্টু প্রামানিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় সাজুকে আসামী করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোকসানা খাতুন তদন্ত শেষে সাজুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে অভিযুক্ত সাজুকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদন্ড ঘোষণা করেন বিচারক। রায় ঘোষনার সময় আসামী সাজু আদালতে উপস্থিত ছিলেন।