পাবনায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তহুরা আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ৫ শ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পিপ (পাবনা) : পাবনায় হতদরিদ্র ৫ শ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তহুরা আজিজ ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান মাহবুবের তত্বাবধায়নে এসব সামগ্রী বিতরণের সময়ে পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিয়ুর রহমান, ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক দেওয়ান আজিজুল ইসলাম ও সাউথইষ্ট ব্যাংকের ব্যবস্থাপক সময় চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় পোলাওয়ের চাল, সেমাই, চিনি, সয়াবিন তেল ও দুধ। এসময় ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Spread the love