পাবনায় সড়ক ও জনপথ বিভাগের অভিযানে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : মহাসড়ক ফোর লেনে উন্নীত করার অংশ হিসেবে পাবনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘এস্টেট এন্ড ল’ অফিসার উপসচিব মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে গত তিনদিন ধরে পাবনার বিভিন্ন মহাসড়কে এ অভিযান চালানো হচ্ছে।
অভিযানে পাবনা-কুষ্টিয়া, পাবনা-রাজশাহী ও পাবনা-ঢাকা মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অন্তত ৫ শতাধিক বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের আশাপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগ ছাড়াও র‌্যাব, পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, এসব মহাসড়ক ফোর লেনে উন্নীত করার কাজ শুরু হবে শিগগির। এ কারণে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!