পাবনায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার ফলিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেলে আরোহী রবিউল ইসলাম (৩৩) নিহত হয়েছে। শনিবার টেবুনিয়া-চাটমোহর সড়কের মালিগাছা ইউনিয়নের ফলিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, নিহত রবিউল ইসলাম পাবনা থেকে মোটরসাইকেল যোগে চাটমোহর ফেরার পথে ফলিয়া নামক স্থলে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি চালিত সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Spread the love