পাবনায় সড়ক নিরাপত্তা ও জনসচেনতা মূলক আলোচনা সভা
মিজান তানজিল, পাবনা : পাবনায় সড়ক নিরাপত্তা ও জনসচেনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাবনা পুলিশ লাইনের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ),পাবনা সার্কেল এর আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও পুলিশ লাইন স্কুলের শিক্ষিকা জিনিয়া আফরোজ জিমি’র পরিচালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন,পাবনার সিভিল সার্জন ডা: তাহাজ্জেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী মালিক শ্রমিক এক্য পরিষদের সভাপতি শামসুর রহমান মানিক, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদক রুহুল আমিন বিশ^াস রানা, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ,জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান,জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির কালাম আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ),পাবনা সার্কেল এর সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন।এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউট,গার্লস গাইড এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।