পাবনায় ছিন্নমুল মা ও শিশুদের খাদ্য সামগ্রী বিতরন
এস এম আলম: পাবনার চরঞ্চলের নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো ২০টি ছিন্নমুল হতদরিদ্র মা ও নব জাতক শিশুদের শীতকালীন সুরক্ষায় শীতবস্ত্র, দোলনা, ওষুধ ও আধুনিক ধোয়ামুক্ত চুলা, খাদ্যসহ স্বাস্থ্য সামগ্রী বিতরন করে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ান।
সকালে পাবনার প্রত্যন্ত গ্রাম চর সদিরাজপুর প্রথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরন করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির।
স্থানীয় বেসরকারী সংস্থা মমতা সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যূারো চীফ উৎপল মির্জা, প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার উল্লাস, গ্লোবাল ওয়ানের লজিষ্টিক অফিসার রমজান আলী , নাজিরপুর মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নাজিরা পারভিন ও বাংলা টিভির পাবনা প্রতিনিধি এস এম আলম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মো: আব্দুস সামাদ ।