পাবনায় হলুদ বাতি ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : ”সচেতন জনতা রিনাপদ রাস্তা, শৃঙ্খলাই সভ্যতা শৃঙ্খলাই জীবন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পাবনায় হলুদ বাতি ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় হলুদ বাতি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা পাবনার অতিরিক্তি পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা জেলা হলুদ বাতি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম উজ্জল, সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম সালাউদ্দিন সোহাগ প্রমুখ। র্যালি শেষে হলুদ বাতির সদস্যরা বিভিন্ন রাস্তায় সচেতনতা মূলক লিফলেট বিতারণ করেন চালকদের মাঝে।
পরে পাবনা জেলা পরিষদের রশিদ হল রুমে নিরাপদ সড়ক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
Spread the love