পাবনায় হাম রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনায় হাম রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে স্থানীয় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ কে এম আবু জাফর, মেডিকেল অফিসার খায়রুল কবির ও জেলা ইপিআই সুপারভাইজার রবিউল আলম। এছাড়াও বক্তব্য দেন কয়েকজন সাংবাদিক।

ক্যাম্পেইনে জানানো হয় যে, এবারে পাবনাতে ৬ লাখ ৪২ হাজার শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করা হবে। ১ হাজার ৯ শ ১৪ টি টিকাদান কেন্দ্রে একাজে সংযুক্ত থাকবেন ১৪ হাজার ২৩২ জন টিকাদানকর্মী

এছাড়াও টিকাদানকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রথম সারির তদারককারী মিলিয়ে টিকাদান কর্মসূচিতে কাজ করবেন সর্বমোট ৩৫ হাজার ৮৩৫জন। ১৯ ডিসেম্বর থেকে সরকারি ছুটির দিন ব্যাতিত ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!