পাবনায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্ধোধন
পাবনা প্রতিনিধি: পাবনায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্ধোধন হয়েছে। আজ শনিবার (১৬এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসন ও বিসিক এর আয়োজনে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে বেলুন উড়িয়ে মেলার উদ্ধোধন করেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, বিসিক কর্মকতা রফিকুল ইসলামসহ বিসিকের কর্মকতা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলন।
এবারের ১০দিনব্যাপি মেলা, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ৪৫টি স্টাল বসেছে, জেলা বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য, কুঠিশিল্পসহ বিভিন্ন হাতে তৈরি পণ্য মেলায় উঠেছে।
Spread the love