পাবনায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনায় একটি মাইক্রোবাসে ২০ কেজি গাঁজাসহ সাজ্জাদ হোসেন সাধীন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। শনিবার (০৯ জানুয়ারি) ভোরের দিকে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজার থেকে তাকে গ্রপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক নাটোর জেলার বুড়ির বটতলা এলাকার সাজেদুর রহমানের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একদল সদস্য টেবুনিয়া বাজারে চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে হাতে নাতে ঐ যুককে ২০ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত সাধীন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদক পরিবহণযোগে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিলো।
তার বিরুদ্ধে সদর থানায় মামলা করা হবে।
Spread the love