পাবনায় ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (২৪) ও আহাদ (১৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাত ১২টার দিকে সদর থানার লাইব্রেরী বাজার আটোয়া বয়েজ ক্লাবের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল সদর থানার আরিফপুর এলাকার আব্দুল্লাহ ছেলে। অপর আসামী আহাদ একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো: আমিনুল কবীর তরফদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে আটোয়া বয়েজ ক্লাবের সামনে অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ৩শ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হচ্ছে।