পাবনায় ৩০ কোটি টাকা ব্যয়ে রাস্তা মেরামত কাজের উদ্বোধন
মিজান তানজিল, পাবনা: পাবনা সদর উপজেলার চেতনের মোড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি । রবিবার দুপুরে পাবনা সড়ক বিভাগাধীন পাবনা- ইদুলপুর-পার্শ্বডাঙ্গা-চাটমোহর এ সড়কের মেরামত কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন কালে এমপি প্রিন্স বলেন, দেশ সব দিকে এগিয়ে যাচ্ছে।
তারপরও আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সেটা হলো অনেক সময় আমরা সরকারি কাজে সাহায্য করি না। দেশের ভালোর জন্য ,উন্নয়নের জন্য সর্বস্থরের মানুষকে সরকারের উন্নয়ন কাজের সাথে একত্বতা প্রকাশ করে কাজ করতে হবে। তাহলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রাস্তা-ঘাট এর উন্নয়ন করছে না। কিভাবে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে দিকে সচেষ্ট রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সমীরণ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামীলীগ নেতা মাসুদ রানা কালা বাবু, মালঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,উপসহকারী প্রকৌশলী মুনসুর রহমান, উপসহকারি প্রকৌশলী আবু হানিফ,সাবেক ছাত্রলীগ নেতা সরদার স্বপন আহমেদ, ফিরোজ খান, মালঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ শান্ত সহ স্থানী আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।