পাবনায় ৩১ কেজি গাঁজা, কাভার্টভ্যানসহ ৪ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় চেকপোষ্ট বসিয়ে র‌্যাব সদস্যরা একটি কাভার্টভ্যাট, ৩১ কেজি গাঁজা ও ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার সকালে র‌্যাব পাবনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ওই এলাকায় তার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ট ভ্যান দাঁড় করিয়ে তল্লাসী চালানো হয়। এ সময় র‌্যাব সদস্যরা ওই গাড়ী থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন; লালমনিরহাট জুম্মাপাড়া মৃত আমির আহমদ’র ছেলে মোঃ হাসান আলী (৩৪), পাবনার দক্ষিণ রামচন্দ্রপুর মোঃ আফজাল মোল্লা’র ছেলে মোঃ লিটন হোসেন (৩৮), হামিদপুর (গাঙপাড়া) মৃত আলিম উদ্দিন’র ছেলে মোঃ হামিদ (৪০) এবং গাড়ি চালক নাটোর লালপুর, গোপালপুর (বীরোপাড়া) নুর হোসেন’র ছেলে মোঃ শিমুল (৩২)।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা দায়ের হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!