পাবনায় বিএনপির বিদ্রোহী ৬ : নিজামী পুত্র স্বতন্ত্র

রফিকুল ইসলাম সুইট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩৯ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী ছিলনা। বিএনপির ৬ বিদ্রোহী প্রার্থী রয়েছে এ ছাড়াও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছে।

রবিবার বিকেল ৫টা পর্যন্ত প্রত্যাহারের শেষ সময় ছিল। পাবনা জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনার ৫টি আসনে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন তারা হলেন- পাবনা-১ আসন থেকে নজরুল ইসলাম (ওয়ার্কাস পার্টি), ডাঃ আবুল বাসেত খান (স্বতন্ত্র), ডাঃ শফিকুল ইসলাম (বাংলাদেশ মুসলিমলীগ)।

পাবনা-২ আসনে সাখাওয়াত হোসেন (এনপিপি), মোঃ রেজাউল রহিম (জাসদ)। পাবনা-৪ আসনে আবু তালেব মন্ডল (স্বতন্ত্র)। পাবনা-৫ আসনে মামুনুর রশিদ খান (বিএনপি), মোঃ জাকির হোসেন (ওয়ার্কাস পার্টি)।

উল্লেখ পাবনার ৫টি আসনে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এদের মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। পরে আপিল করে একজন তার পার্থীতা ফিরে পান।

মনোনয়নপত্র বহাল রয়েছে যাদের তারা হলেন- পাবনা-১ আসন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামীলীগ), সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়ীদ (গণফোরাম), জুলহাস নাঈন (গণসংহতি আন্দোলন) জামাতের সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাজিবুর রহমান (স্বতন্ত্র), সরদার শাহজাহান (জাতিয় পার্টি), মোঃ আব্দুল মতিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই), শাখাওয়াত হোসেন (এনপিপি), শরিফুল ইসলাম (তরিকত ফেডারেশন)।

পাবনা-২ আসন : আহমেদ ফিরোজ কবির (আওয়ামীলীগ), একেএম সেলিম রেজা হাবিব (বিএনপি), হাসান জাফির তুহিন (বিএনপি), আব্দুল হালিম সাজ্জাদ (বিএনপি), মো: ইউনুস আলী (ইসলামী আন্দোলন), শামসুর রহমান (তরিকত ফেডারেশন)।

পাবনা-৩ আসন: মকবুল হোসেন (আওয়ামীলীগ), সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম (বিএনপি), ফখরুল আজম রনি (বিএনপি), হাসাদুল ইসলাম হীরা (বিএনপি), মো: আব্দুল মোত্তালিব (ইসলামী অন্দোলন), খাইরুল আলম (গণতন্ত্রী পার্টি) ।

পাবনা-৪ আসন : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (আওয়ামীলীগ), হাবিবুর রহমান হাবিব (বিএনপি), সিরাজুল ইসলাম সরদার (বিএনপি), মাওলানা আব্দুল জলিল (ইসলামী আন্দোলন), আব্দুর রশিদ শেখ (এনপিপ)।

পাবনা-৫ আসন : গোলাম ফারুক প্রিন্স (আওয়ামীলীগ), শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন (২০ দলীয় জোট), মো: আরিফ বিল্লাহ (ইসলামী আন্দোলন), মো: আবু দাউদ (এনপিপি), আব্দুল কাদের খান কদর (জাতিয় পার্টি)।

উল্লেখ্য, পাবনায় ৮ জন দরখাস্ত দিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তবে বিএনপির একাধিক প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশন থেকে যার নাম আসবে তিনিই প্রার্থী হিসেবে গন্য হবেন। অন্যরা বাতিল বলে বিবেচিত হবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!