পাবনায় ৪ মাস মেয়াদী মোটর ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন

মিজান তানজিল, পাবনা: পাবনায় অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস্ ফর এমপ্লেয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম(এসইআইপি) প্রকল্পের অর্থায়নে সম্পূর্ন সরকারি খরচে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৪ মাস মেয়াদী মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স প্রশিক্ষণ (৫ম ও ৬ষ্ঠ ) ব্যাচের কোর্সের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।

আজ সকালে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চীপ ইনিস্টক্টর জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ইঞ্জি: জমিদার হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টরেট তানভীর হাসান।

এসময় ইনিস্টক্টর রতন কুমার রায়’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চীপ ইনিস্টক্টর আনোয়ার রশিদ খান,বাসুদেব রায়,লিপি রানী,ইনিস্টক্টর আলী আকবার মিয়া,হাসানুজ্জামান,খায়রুল ইসলাম মোরল, আমিনুল ইসলাম,মীর আবু জাফর,কামরজ্জামান, প্রশিক্ষক জাকারিয়া হোসেন শোভন, মিন্টু হোসেন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী। ৫ম ও ৬ষ্ঠ এ দুটি ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে ড্রাইভিং সরঞ্জামাদি বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!