পাবনায় ৫ পৌর সভায় ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রফিকুল ইসলাম সুইট : আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনার ৫টি পৌরসভায় আওয়ামীলীগ ও বিএনপির সহ ১৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও র্নিবাচন কর্মকর্তা গণএ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১০জন দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, ঈশ্বরদীতে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ইসলামী শামনতন্ত্র আন্দোলনের মাসুম বিললাহ, ভাঙ্গুড়ায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হাসনায়েন রাসেল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, ফরিদপুরে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খ ম কারুজ্জামান মাজেদ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এনামুল হক, এনামুলের ভাই ইমদাদুল হক, সাঁথিয়ায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন, সুজানগরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম ও পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুল হুদা ওরফে কামাল বিশ্বাস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!