পাবনায় ৭ দিন ব্যাপি আঞ্চালিক এস এমই পণ্য মেলা শুরু

রফিকুল ইসলাম সুইট :“ নগর-গ্রামে এসএমই, মিল্পায়ন আর সমৃদ্ধি” “এস এম ইতে অর্থায়ন আর্থসামাজিক উন্নয়ন” এই সব শ্লোগান নিয়ে পাবনায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৭ দিন ব্যাপি আঞ্চালিক এস এমই পণ্য মেলা। জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সকালে মেলা উপরক্ষে বর্ণাঢ্য রালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক শাফিউল ইসলাম, সালমা খাতুন, শাহেদ আহমেদ, বিসিকি উপ মহা-ব্যবস্থাপক জাহেদুল ইসলাম, এস এম ই ফাউন্ডেশনের নির্বাহী অফিসার কিমিয়া ফেরদৌসী, পাবনা চেম্বার্স অব কমার্সেও সভাপতি সাইফুল ইসলাম চেšধুরী, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা সংবাদ পত্র পরিষদেও সভাপতি আব্দুল মতীন খান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদিন প্রমুখ।

বৃহস্পতিবার থেকে পাবনা পুলিশ লাইনস্ মাঠে শুরু হয়ে ৭দিনব্যাপী চলবে এস এম ই পণ্য মেলা। মেলায় বিভিন্ন প্রকারের ৪৪টি স্টল বসছে। মেলা সকাল ৮টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলা শেষের দিন শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার প্রদান করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!