পাবনায় ৮৬৪ জন হোম কোয়ারেন্টাইনে ; নির্দিষ্ট দূরত্বে গোল চিহ্ন এঁকে দিয়েছে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় গত ২৪ ঘন্টায় ৩ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর সর্বমোট ৮৬৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আর ১০ জনকে হোম কোয়ারেন্টাইনের ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে পাবনার বিভিন্ন বাজার ও দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে গোল চিহ্ন এঁকে দিয়েছে প্রশাসন। সবাইকে দূরত্ব মেনে চলতে উদ্ধুদ্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে জেলা প্রশাসক কবীর মাহমুদের নেতৃত্বে জেলা প্রশাসকের কর্মকর্তাদের ওষুধের দোকান, সবজি দোকানসহ বিভিন্ন দোকানের সামনে তিন ফুট দূরত্বের এসব গোল চিহ্ন আকঁতে দেখা গেছে।
Spread the love